সহিংসতা পরিহার করে জনকল্যাণে নিবেদিত যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান উখিয়া পিএফজি'র

 প্রকাশ: ২৭ মে ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

সহিংসতা পরিহার করে জনকল্যাণে নিবেদিত যোগ্য  প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান উখিয়া পিএফজি'র



রতন কান্তি দে (উখিয়া, কক্সবাজার) :           



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী দেশের মালিক হচ্ছে জনগণ।তাই রাষ্ট্রের প্রতি মালিকানাবোধে উদ্বুদ্ধ হয়ে সকল ধরণের সংঘাত ও সহিংসতা পরিহার করে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য, দেশপ্রেমিক ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করা ভোটার তথা জনগণের দায়িত্ব ও কর্তব্য।  ২৯ মে আসন্ন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পিস ফ্যাসিলেটেটর গ্রুপের  (পিএফজির) উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন। 



উখিয়া পিএফজির কো-অর্ডিনেটর ও  "সুজন"র সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে ২৫ মে, ২০২৪ শনিবার বিকালে উখিয়া প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  উখিয়া প্রেস ক্লাবের ও 'সুজন'র সাধারণ সম্পাদক রতন কান্তি দে ভোটার ও প্রার্থীদের উদ্দেশ্যে পিএফজির পক্ষ থেকে আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনী সহিংসতার কারণে পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলায় একজন নিহত ও শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। 



আমরা পিএফজি সদস্যগণ উখিয়াতে এ ধরণের হতাহতের ঘটনা দেখতে চাইনা। তাই নির্বাচন কমিশন কতৃক প্রবর্তিত নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য  প্রার্থী ও ভোটারদের প্রতি  আহবান জানানো হয়। 



এতে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন  উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, অর্থ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ চৌধুরী, সাংবাদিক হুমায়ুন কবির জুশান, আয়াজ রবি, পলাশ বড়ুয়া, শহিদুল ইসলাম,সুধী সমাজের প্রতিনিধি সৈয়দ হোসেন চৌধুরী , যুব সমাজের প্রতিনিধি  আব্দুল্লাহ আল জুবাইর,রাশেদুল ইসলাম শিকদার, তাজুল ইসলাম প্রমুখ। 



প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে উখিয়ার শান্তিপূর্ণ সহাবস্থান মূলক পরিবেশ বজায় রাখার স্বার্থে  প্রার্থী এবং তাদের কর্মী সমর্থক ও উখিয়া বাসীর প্রতি নির্বাচন কমিশন, স্থানীয় পর্যায়ের সর্বস্তরের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহায়তা প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানান।  সংবাদ সম্মেলনের পূর্বে জাতীয় সংগীতের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হয়। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের  সাংবাদিকদের পাশাপাশি উখিয়ার বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি পেশার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: